আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠান পণ্ডে দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক গোষ্ঠীর তান্ডবলীলার পৃষ্ঠপোষক বিএনপি।
সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হওয়ায় বিএনপির গাত্রদাহ হচ্ছে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ভেতরে সাম্প্রদায়িক গোষ্ঠীর তান্ডবলীলার ধৃষ্টতার জবাব জনগণ অবশ্যই দেবে বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
ক্ষমতার জন্য সময়ে ভারত বিরোধিতা ও সময়ে ভারত প্রীতি বিএনপির রাজনীতির দ্বি-চারিতাকেই স্পষ্ট করে বলেও মনে করেন ওবায়দুল কাদের।