সোনাগাজী প্রতিনিধিঃ
সোনাগাজী উপজেলার চরমজলিশপুর ইউনিয়নে রাঘবপুর গ্রামে পালক মায়ের সাথে ভরণ পোষন নিয়ে প্রতারনা করার অভিযোগ পাওয়া গেছে।
সূত্রে জানা যায়,রাঘবপুর গ্রামের মনির উদ্দিন হাজী বাড়ির মাহমুদুল হকের ৫ মেয়ে ররয়েছে। কোন ছেলে সন্তান না থাকায় বাগাদানা ইউনিয়নের মান্দারি গ্রামের আবদুল ওহাবের কাছ থেকে একটি পুত্র সন্তান দত্বক নেয়। তার নাম রাখা হয়েছে জহির উদ্দিন। এক পর্যায়ে জহির বড় হয়ে উঠলে পালক বাবার সকল সম্পত্তি বুঝে নেয় জহির। এর মাঝে বাবা মাহমুদুল হক ৫ বোনকে বিয়ে দেন ও জহিরকে বিয়ে করায়। পালক বাবা মৃত্যুতে জহির পালক মায়ের বরণ পোষন দেয়া বন্ধ করে দেন। তার বোন ও বাড়ির লোকজন বিষয়টি ইউপি সদস্য মো.ওমর ফারুককে জানালো সমাজের গন্যমাণ্য ব্যাক্তিদের নিয়ে সালিস বসে। সালিসে পালক বাবার রেখে যাওয়া সম্পতি জহির ভোগ করবে তার বিনিময়ে পালক মায়ের ভরন পোষন দিবে। কিছু দিন গেলে জহির পুনরায় মায়ের ভরন পোষন বন্ধ করে দিয়ে সালিসের সিদান্ত অমান্য করে মায়ের সাথে প্ররতারনা করে।
বিষয়টি জহিরের পালক মা সুফিয়া খাতুন ইউপি সদস্য মো.ওমর ফারুকের কাছে বিচার দেন।
Leave a Reply
You must be logged in to post a comment.