মোঃ ইউনুুছ ভূঞাঁ সুজন,
ফেনী প্রতিনিধিঃ
কেন্দ্রীয় শিক্ষক নেতা, কবি,প্রাক্তন সাংবাধিক ও
ফেনী সোনাগাজী ওলামা বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমির হোসেন আমু’র উপর হামলা থানায় অভিযোগ।
ভোক্তভোগি ও অভিয়োগ সূত্রে জানাযায়, রবিবার রাত ৮ টার সময় ওলামা বাজার থেকে বাই সাইকেল যোগে রাসূলপুর যাওয়ার পথিমধ্যে অানোয়ার হোসেন টিপু’র (শিক্ষক) বাড়ীর গেইট বরাবর রাস্তার উপর অন্ধকারের মধ্যে মুখোশধারী অজ্ঞাত ২-৩ জন লোক শিক্ষক অামির হোসেন আমুর হাতে আঘাত করে বাই সাইকেল থেকে রাস্তার পাশে পেলে দেয় একপর্যায়ে হামলাকারীরা আমার হাত থেকে মোবাইল ফোন(VIVO Y91C) সীম সহ চিনিয়ে নিয়ে যায়। যা অামার নামে নিবন্ধন কৃত।
এবং এর প্রতিকার চাইলে ভবিষ্যতে দেখে নেওয়ার হুুমকি-দমকিও দেয় হামলা কারীরা। অর্তকিত ভাবে হামলার শিকার আমির হোসেন অামু জানান, হামলাকারীরা মুখোশ পরে থাকায় চিনতে পারিনী। তবে বিষয়টি আমি এলাকার মাণ্যগণ্য ব্যক্তিবর্গকে জানায় ও থানায় লিখিত অভিয়োগ করি।
এদিকে ১৬ডিসেম্বর বিকেলে সোনাগাজী মডেল থানা পুলিশ ঘটনাস্হল পরিদর্শন করে এলাকায় মানুষকে ঘটনার বিষয় জানতে চায়। এব্যাপারে পুলিশ আমির হোসেন আমুকে ফোনে জিজ্ঞেস করেছে অপরাধীকে চিনতে পারছি কী না। তিনি পুলিশ কে জানান, হামলাকারী মুখোশ পরা তাই চিনতে পারিনি।
স্থানীয় এলাকাবাসীসহ শিক্ষক আমীর হোসেন আমুর সহকর্মীরা অপরাধীদের শাস্তি দাবী জানান।।
Leave a Reply