ফরিদপুর জেলা প্রতিনিধি
ফরিদপুরে আলফাডাঙ্গা উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে, জেলা ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর ও ক্যাবের সহযোগিতায় উপজেলা পরিষদের হল রুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ এলাহীর সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম জাহিদুল হাসান, জেলা ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ সোহেল শেখ, ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা পারভীন, জেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ বজলুর রশিদ খান, উপজেলা ক্যাবের সভাপতি কবীর হোসেন, বোয়ালমারী উপজেলা ক্যাবের সভাপতি মহবতজান চৌধুরী প্রমূখ। এসময় সেমিনারে বিভিন্ন সরকারি বেসরকারি কর্মকর্তাগণ ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply