আজ (১৮নভেম্বর) বুধবার দাগনভূঞা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাহিদা আক্তার তানিয়া কর্তৃক চৌমুহনী রোড এবং জিরো পয়েন্ট, দাগনভূঞাতে অভিযান পরিচালনা করা হয়।
এ অভিযানে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী জারীকৃত নির্দেশনা অমান্য করে মাস্ক পরিধান না করায় দন্ডবিধি ১৮৬০ অনুযায়ী মোট ০৬ জন ব্যক্তিকে এবং ট্রেড লাইসেন্স ও বিএসটিআই কর্তৃক প্রদত্ত লাইসেন্স নবায়ন না করায়, মেয়াদোত্তীর্ণ পণ্য খাবারে ব্যবহার করায়, পণ্য বিক্রয়ে পরিমাপে কম দেয়ার অপরাধে ওজন ও পরিমাপ মানদন্ড আইন ২০১৮ ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ০২ জন দোকান মালিককে মোট ৩৫৯০০/- টাকা জরিমানা করা হয়।
এছাড়াও অভিযান পরিচালনা কালীন সময়ে যারা মাস্ক পরিধানরত ছিলেন না তাদের মাঝে মাস্ক বিতরণের পাশাপাশি মাস্ক পরিধানের বিষয়ে সচেতন করা হয়।
Leave a Reply
You must be logged in to post a comment.