দক্ষিণ আফ্রিকা প্রতিনিধিঃ
দক্ষিণ আফ্রিকার নর্থ ওয়েস্ট প্রদেশের মাফিকিংয়ে ভাড়াটিয়া সন্ত্রাসী দ্বারা দুই বাংলাদেশীকে গুলি করে হত্যা এবং অপর বাংলাদেশী আহত হয়ে হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন আছেন।
দীর্ঘদিন থেকে ব্যবসায়িক কারণে দুই গ্রুপ বাংলাদেশীর মধ্যে চলে আসা দ্বন্দ্বের কারণে আজ মঙ্গলবার অকালে প্রাণ হারাতে হলো দুই বাংলাদেশি ব্যবসায়ী ইমন ও রহমানকে। ভাড়াটিয়া খুনিদের অতর্কিত গুলিতে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন রুবেল নামের অপর এক বাংলাদেশিও। নিহত ও আহতদের বাড়ি নারায়নগঞ্জ জেলার রুপগঞ্জে।
দীর্ঘদিন থেকে চলে আসা ব্যবসায়ীকে সমস্যাটি স্থানীয়ভাবে বেশ কয়েকবার মীমাংসা করতে ব্যর্থ হয় সেখানকার বাংলাদেশ কমিউনিটি দ্বারস্থ হয়েছিল দক্ষিণ আফ্রিকায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসের। বেশ কয়েকবার চেষ্টা করেও সমাধান দিতে ব্যর্থ হয়েছিল দূতাবাস।
চ্যানেল ফেনীর পক্ষ থেকে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করছি এবং আহত ব্যক্তির দ্রুত আরোগ্য কামনা করছি।
Leave a Reply
You must be logged in to post a comment.