আজহারুল হক :
সুজন-সুশাসনের জন্য নাগরিক-এর প্রতিষ্ঠাবার্ষিকী বৃহস্পতিবার ফেনীতে নানা কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে। এ উপলক্ষ্যে শহরের ট্রাংক রোডের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়।
ফেনী ইডনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের সদস্য সচিব ডা: তবারক উল্যাহ চৌধুরী বায়েজীদ কর্মসূচীর উদ্বোধন করেন। শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ট্রাংক রোডের ডা: সাজ্জাদ মিলনায়তনে (ডক্টরস রিক্রিয়েশন ক্লাব) আলোচনা সভায় মিলিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন বর্ষিয়ান রাজনীতিক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রহমান বি.কম।
সুজন জেলা কমিটির সাধারণ সম্পাদক ও দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ
শাহাদাত হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বরেণ্য শিক্ষাবিদ ফেনী ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর তায়বুল হক ফেনী ডায়াবেটিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক পার্থ পাল চৌধুরী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন অবজারভার ও ডিবিসি নিউজ প্রতিনিধি আবু তাহের ভূঞা, ফেনী জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের আহবায়ক শুকদেব নাথ তপন, স্টার লাইন গ্রুপের পরিচালক মাঈন উদ্দিন, চ্যানেল আই প্রতিনিধি রবিউল হক রবি, দৈনিক স্টার লাইন সহযোগি সম্পাদক জসিম মাহমুদ, জাতীয় রবিন্দ্র সংগীত সম্মিলন পরিষদ সভাপতি শিখা সেন গুপ্তা, বন্ধুর বন্ধন সাধারণ সম্পাদক জিএম তাজ উদ্দিন, ফেনী জেলা কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোরশেদ হোসেন, মানবজমিন ও বিডিনিউজ প্রতিনিধি নাজমুল হক শামীম, ইয়ুথ জার্নালিস্ট ফোরামের জেলা সভাপতি শাহজালাল ভূঞা, সুজন সদর উপজেলা সমন্বয়ক আলী হায়দার মানিক, সোনাগাজী উপজেলা সমন্বয়ক শেখ আবদুল হান্নান, ছাগলনাইয়া উপজেলা সভাপতি কামরুল হাসান লিটন, ফুলগাজী উপজেলা সভাপতি জহিরুল ইসলাম জাহাঙ্গীর, স্বেচ্ছাসেবী সংগঠন সহায় সভাপতি মঞ্জিলা মিমি প্রমুখ। সুজন যুগ্ম-সাধারণ সম্পাদক মুহাম্মদ ইকবাল চৌধুরীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ফেনী পৌর কমিটির সভাপতি ও বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক জাহিদ হোসেন বাবলু। শেষে অতিথিবৃন্দ কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন।
Leave a Reply