সোনাগাজী প্রতিনিধি :
নারায়নগঞ্জে সাংবাদিক খুন, চট্টগ্রামে সাংবাদিক অপহরনসহ সারাদেশে অব্যহত সাংবাদিক নির্যাতনের প্রতিবাদ ও সাংগঠনিক কর্মকাণ্ড গতিশীল করতে সোনাগাজী রিপোর্টার্স ইউনিটির আলোচনা ৭নভেম্বর বিকেলে দৈনিক ভোরের কাগজ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন, সোনাগাজী রিপোর্টার্স ইউনিটির প্রধান উপদেষ্টা ও ফেনী’ প্রেসক্লাবের নির্বাহী সদস্য সৈয়দ মনির আহমদ।
সংগঠনের সভাপতি দৈনিক আমাদের নতুন সময় প্রতিনিধি বাহার উল্যাহ বাহারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জহিরুল হক খাঁন সজীবের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সোনাগাজী প্রেসক্লাবের সভাপতি গাজী মোহাম্মদ হানিফ, সাধারণ সম্পাদক মোঃ ছালাহ্ উদ্দিন, দৈনিক প্রভাতি খবর প্রতিনিধি আফতাব হোসেন মমিন ভুঞা, দৈনিক একুশে সংবাদ প্রতিনিধি মহিউদ্দিন খোকন, মানবাধিকার নেতা আবু মুছা তুহিন, ডাঃ শুকলাল দেবনাথ , সাপ্তাহিক জনপ্রিয় স্টাফ রিপোর্টার নুরুল আলম মহব্বত, কমরেড আবু তাহের, সাপ্তাহিক আবেদন প্রতিনিধি জুলফিকার আহমেদ, সমসায়ীক প্রতিনিধি আবদুর রহিম রুবেল প্রমুখ।
বক্তারা সারাদেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদ জানিয়ে দোষীদের উপযুক্ত শাস্তি দাবি করেন। এবং সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের জোর দাবি জানান।
Leave a Reply
You must be logged in to post a comment.