সারাদেশে অব্যাহত ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে প্রগতিশীল সংগঠন সমূহের উদ্যোগে শনিবার বেলা ১১ টায় এক মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি প্রফেসর আব্দুল মোতালেব এর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সিপিবির সাধারণ সম্পাদক অরুন কুমার শীল, উদীচীর সাধারণ সম্পাদক চৌধুরী হাফিজুর রহমান মিন্টু, মহিলা পরিষদের সাধারন সম্পাদিকা হোসনে আরা খানম, যুব ইউনিয়ন নেতা ইমরান হোসেন, ছাত্র ইউনিয়ন সভাপতি বলাই পাল প্রমূখ।
সভায় বক্তারা দেশে মারাত্মকভাবে ধর্ষণ বেড়ে যাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেন, ধর্ষকেরা সরকারি দলের ছত্রছায়ায় দিনের পর দিন ধর্ষণ করে পার পেয়ে যাচ্ছেন। এখন এদেশে ধর্ষকদের কারণে কেউ নিরাপদ নয় ।
তারা ধর্ষকদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। তারা সম্প্রতি সিলেট রাজশাহী সহ প্রত্যেকটি ধর্ষণের ঘটনায় দায়ী ব্যক্তিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
Leave a Reply
You must be logged in to post a comment.