ফরিদপুরে জাতীয় ভিটামিন এ ক্যাম্পেইন উপলক্ষে এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়৷ ফরিদপুর পৌরসভার সভা কক্ষে পৌর মেয়র শেখ মাহাতাব আলী মেথুর সভাপতিত্বে আজ মঙ্গলবার সকাল (১০ .৩০ মিনিটে) জাতীয় ভিটামিন এ ক্যাম্পেইন ২০২০ অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মো: ছিদ্দিকুর রহমান, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো: শামসুল আলম, ডা. মো: তোফাজ্জেল হোসেন, পৌর প্রশাসনিক কর্মকর্তা ওহিদুজ্জামানসহ পৌরসভার বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক ও স্বাস্থ্য বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তাগণ।
এ সময় পৌর মেয়র শেখ মাহাতাব আলী মেথু বলেন, আজকের শিশু আগামী দিনে ভবিষৎ। তাই এদেরকে সুস্থ ও সবলভাবে গড়ে তোলার
জন্য ভিটামিন এ ক্যাম্পেইন গুরুত্ব বহন করে। তাই এ ক্যাম্পেইন চলাকালীন সময়ে প্রত্যেকের সহযোগিতা কামনা করেন পৌর মেয়র শেখ মাহ্তাব আলী মেথু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন নির্বাহী প্রকৌশলী মো: শামসুল আলম।
Leave a Reply
You must be logged in to post a comment.