দক্ষিণ আফ্রিকা প্রতিনিধিঃ
দক্ষিন আফ্রিকায় অপহরণের দীর্ঘ ১মাস ২ দিন অতিবাহিত হওয়ার পরও উদ্ধার হয়নি চার বাংলাদেশী নাগরিক ।
দেশটির ফ্রী স্টেইট প্রদেশের সেনেরকাল শহর থেকে ভেলকম শহরে আসার পথে গাড়ি সহ হারিয়ে যায় নোয়াখালী বেগমগঞ্জের পলাশ,ফরহাদ ও চাটখীলের মহসিন এবং সিলেটের রাসেল।
গত অগাষ্ট মাসের ২৬ তারিখ এই ঘটনা সংঘটিত হওয়ার পর নিকটস্থ পুলিশ স্টেশনে প্রথমে অভিযোগ এবং পরে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশের গোয়েন্দা সংস্থা মামলাটি দীর্ঘ ১ মাস ধরে তদন্ত করে আসলেও অপহৃত চার বাংলাদেশী নাগরিকদের উদ্ধারে কোন সফলতা আসেনি।এমনকি অপহৃত চার বাংলাদেশী কোথায় আছে, কি অবস্থায় আছে কেমন আছে, বা কারা কেন অপহরণ করেছে কিংবা অপহরনকারীরা এখনো তাদের বাঁচিয়ে রেখেছে কিনা এসব প্রশ্নের কোন উত্তর বের করতে পারেনি গোয়েন্দা সংস্থা।
মামলাটির তদন্তে অগ্রগতির জন্য পুলিশের গোয়েন্দা সংস্থাকে সম্ভাব্য যাবতীয় তথ্য উপাত্ত দিয়ে সহযোগিতা করে আসছেন বাংলাদেশ পরিষদের কয়েকজন নেতা। তবে তারাও এই ব্যাপারে মুখ খুলছেনা বরং অপেক্ষার কথা বলে যাচ্ছে।
এই অপহৃত বাংলাদেশী নাগরিকদের দেশের বাড়িতে বাড়িতে শোকের মাতম চলছে।
Leave a Reply
You must be logged in to post a comment.