ফরিদপুর জেলা সিভিল সার্জনের সাথে সাংবাদিকদের অরিয়েন্টেশন সভা সমাপ্ত। পোলিও টিকা কর্মসূচি সফলভাবে সমাপ্ত করার লক্ষ্যে ফরিদপুরে কর্মরত সাংবাদিকদের সাথে অরিয়েন্টেশন সভা আজ সকালে ফরিদপুর সদর হাসপাতলে অনুষ্ঠিত হয়।
সভায় আগামী ৪ থেকে ১১ অক্টোবর পর্যন্ত পর্যন্ত দেশব্যাপী পোলিও সপ্তাহ পালন করা হবে বলে জানানো হয়। সভায় জানানো হয়। এবছর ৬ থেকে ১১ মাস বয়সী ৪৬০২৬ জনকে এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২৮৫৬৩০ জন শিশুকে পোলিও টিকা খাওয়ানো হবে।
তবে ডায়রিয়া ও পাতলা পায়খানার জন্য সমস্যার কারণে রোগীদের এ কর্মসূচীতে অন্তর্ভুক্ত করা হবে না ব্যাপারে সিভিল সার্জন সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে সিভিল সার্জন সিদ্দিকুর রহমান ছাড়া বক্তব্য রাখেন সরকারি তথ্য কর্মকর্তা পাভেল দাস।
অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৪০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।
Leave a Reply
You must be logged in to post a comment.